আরশাদ মামুন লালমোহন: লালমোহনের গর্বিত সন্তান কবি সাংবাদিক নুরুল আমিনের লেখা জেগে উঠি জাগিয়ে তুলি বইটি ব্যাপক সাড়া ফেলেছে। পাঠক হৃদয়ে স্থান করে নেওয়াই নয় পাঠককে দিয়েছে বাড়তি আমেজ।
বইটিকে আরো বেশি সমৃদ্ধিময় করার প্রয়াসে গতকাল সহকারী কমিশনার ভুমি মোঃ জাহিদুল ইসলামের হাতে পাঠক হৃদয়ে সাড়া জাগানো ” জেগে উঠি জাগিয়ে তুলি ” তুলে দেন কবি সাংবাদিক নুরুল আমিন। এসময় উপজেলা ভুমি অফিসের নাজির আসাদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
লেখক কবি সাংবাদিক নুরুল আমিনের বইটি হাতে পেয়ে সাহিত্যপ্রেমী দক্ষতা সততা আর্দশের মিশেলে নিজ দায়িত্ব পালনে শতভাগ নিষ্ঠাবান, সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ জাহিদুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি নিজেও একজন লেখক জানিয়ে কবি সাংবাদিক নুরুল আমিনের এমন প্রয়াসে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন