নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) থেকে বিসিসির পরিচ্ছন্ন কর্মী লাদেন ও ১০নং ওয়ার্ডের বাসীন্দা তানিয়াকে উচ্ছেদের দাবীতে বৃহস্পতিবার বিকালে মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা। ব্যাবসায়ীদের অভিযোগ স্থানীয় লাদেন তার ক্ষমতার দাপট দেখিয়ে বঙ্গবন্ধু উদ্যানে একাই নিজের কব্জায় বাগিয়ে নিয়েছেন ৭/৮ টি দোকান। এবং সেই দোকান গুলোকে একবার একজনের কাছে বিক্রির জন্য বায়না বাবদ অগ্রিম টাকা নিয়ে দোকান না দিয়ে প্রতারনা করে আবার অন্যজনের কাছে বিক্রি করেন।
এই রকমের ঘটনায় আমরা সাধারন ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে আমরা এর প্রতিবাদ জানালে লাদেন ও ১০নং ওয়ার্ডের তানিয়ার নীল চক্রান্তে কাউন্সিলর মো: জয়নাল ও সাধারন ব্যাবসায়ীদের ফাসাঁনোর জন্য তড়িগড়ি করে বুধবার একটি ষড়যন্ত্র মূলক সংবাদ সম্মেলনের আয়োজন করে কাউন্সলরের বিরুদ্বে মিথ্যা অপবাদ ছড়ায়। মানববন্ধনে পুতুল নামের এক ব্যাবসায়ী জানান, লাদেন দীর্ঘদিন যাবৎ ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছে। ব্যাবসায়ীদের দাবী যেসকল সিন্ডিকেট এই দোকন বেচাকেনার সাথে জড়িত থেকে নিরীহ মানুষের পেটে লাথি মারছে তাদের বিরুদ্বে বরিশাল সিটি মেয়র ও সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহন করেন।