ইংরেজিতে ‘৭’ সংখ্যাটিকে ধরা হয় শুভ বা কল্যাণকর হিসেবে, অন্যদিকে ১৩ সংখ্যাটিকে বিবেচনা করা হয় অশুভ হিসেবে। এ চিন্তা থেকে ‘লাকি সেভেন’ এবং ‘আনলাকি থার্টিন’ শব্দগুচ্ছ দুটি সবার মুখে মুখে শোনা যায় প্রতিনিয়তই।
তেমনই এক ‘লাকি সেভেনে’র দোরগোড়ায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই ‘শুভ সাত’ আসলেই টাইগারদের জন্য শুভ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। কারণ ম্যাচের ফলের ওপরই ঠিক হবে সাত আসলেই লাকি নাকি বাংলাদেশ দলের জন্য আনলাকি হিসেবেই থেকে যাবে।