• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোবট দিয়ে করোনাভাইরাসকে নষ্ট করার পরিকল্পনায় চীন

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৭, ২০২০, ১৫:০৩ অপরাহ্ণ
রোবট দিয়ে করোনাভাইরাসকে নষ্ট করার পরিকল্পনায় চীন

করোনাভাইরাস রুখতে সচেষ্ট সারা পৃথিবী। করোনার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো। তবে পিছিয়ে নেই এশিয়াও। সর্ববৃহৎ মহাদেশের অতীব শক্তিশালী রাষ্ট্র চীনেই যেহেতু মারণ করোনা প্রথম আঘাত হেনেছিল, তাই সেই করোনাকে রুখে দিতে বেশ কয়েকধাপ এগিয়েছে তারা। বিশ্বের অন্য সব দেশ যখন কীটনাশক, স্প্রে ইত্যাদি নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে, তখন রোবট দিয়ে এই মারণ ভাইরাসকে নষ্ট করতে বদ্ধ পরিকর চীন।

 

চীনে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে ব্যবহার করা হচ্ছে একটি রোবট। যেটি আসলে একটি ইউভিডি রোবট। ব্লু ওশান রোবোটিক্স নামে একটি কোম্পানি এই রোবটের প্রস্তুতকারক। জানা গেছে, একাধিক ভাইরাসকে বিনষ্ট করতে এই ভাইরাসের জুড়ি মেলা ভার। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে অবশ্য সফলভাবে এই ভাইরাসকে তেমন ব্যবহার করা হয়নি। এই রোবট মারণ করোনাভাইরাসকে নষ্ট করতে পারে কিনা, তা নিয়ে এখনও পরীক্ষা চলছে।

 

জানা গেছে, চীনের বেশ কয়েকটি হাসপাতালে কাজ করা শুরু করেছে এই বিশেষ ইউভিডি রোবট। শুধু তাই নয়, এই রোবট কোম্পনির ভাইস প্রেসিডেন্ট সাইমন এলিসন দাবি করেন, এশিয়ার বিভিন্ন দেশেও পৌঁছে দেওয়া হয়েছে এই রোবটকে। এমনকি তিনি জানিয়েছেন, করোনায় প্রায় ভেঙে পড়া ইতালি থেকেও এই রোবটের প্রতি আগ্রহ দেখানো হয়েছে।

 

প্রকৃতপক্ষে এই রোবটটি আসলে একটি লাইট রোবট। জীবাণুনাশক আলোকরশ্মির সাহায্যে এই রোবট ভাইরাসকে নষ্ট করে। এই রোবটের দাম ৬৭ হাজার মার্কিন ডলার। বিজ্ঞানীরা আশা করছেন, করোনাভাইরাস রোধের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে এই রোবট।