• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রিক্সার চাকায় ওড়না পেচিয়ে তরুনীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
রিক্সার চাকায় ওড়না পেচিয়ে তরুনীর মৃত্যু

শামীম আহমেদ ॥ বরিশালের মুলাদীতে ঈদে কেনাকাটা বাড়ি ফেরার পথে অটো রিক্সার চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস পড়ে তরুনীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর প্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

মৃত তরুনী আশুরা আক্তার (১৭) কাজিরহাট ইউপির খলিশারপাড় এলাকার আসাদ হাওলাদারের কন্যা। পরিবারের বরাতে মুলাদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আশুরা আক্তার ঢাকা থাকে। ঈদ করতে বাহাদুপর গ্রামের নানা রফিজউদ্দিনের বাড়ীতে এসেছিলো। ঈদের কেনাকাটার জন্য দুপুরে উপজেলার প্যাদার হাট বাজারে যায়। সেখানে কেনাকাটা করে বিকেলে অটোরিক্সায় নানা বাড়ির উদ্দেশ্যে ফিরছিলো।

বাহাদুপুর গ্রামের চাপরাশি বাড়ির সামনে পৌছুলে অসাবধানতায় অটো রিক্সার চাঁকায় ওড়না পেছিয়ে গলায় ফাঁস লেগে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় মারা গেছে। ওসি জাকারিয়া বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।