• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রিকশা-ভ্যানে বরিশাল থেকে ঢাকায় ফিরছে মানুষ

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ২১:৪৬ অপরাহ্ণ
রিকশা-ভ্যানে বরিশাল থেকে ঢাকায় ফিরছে মানুষ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: রিকশা-ভ্যানে চড়েই বরিশাল ছাড়তে শুরু করেছেন কর্মস্থলমুখী মানুষ।

ঘাট পর্যন্ত পৌঁছতে এসব বাহনে তাদের গুনতে হচ্ছে ৭০০-৮০০ টাকা।

তারা বলছেন, চাকরিস্থল থেকে জরুরি ডাক আসায় ঝুঁকি নিয়েই ঢাকা যেতে হচ্ছে।

রিকশা-ভ্যান ও মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়ার কারণে অনেককে ঢাকা অভিমুখে কয়েক কিলোমিটার হাঁটতেও দেখা গেছে।

রাজধানীমুখী বেশির ভাগ মানুষ সকাল থেকে জড়ো হন বরিশাল নগরীর কাশিপুরের সুরভী পেট্রলপাম্পের সামনে।

সেখান থেকে কেউ রিকশা-ভ্যান, আবার কেউ মোটরসাইকেলে ঢাকার পথে রওনা দেন।

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে যাত্রীর জন্য অপেক্ষারত ব্যাটারিচালিত ভ্যানচালক ওয়াহাব মিঞা বলেন, ‘সবকিছু তো বন্ধ।

মাহিন্দ্রা সিএনজিও চলে না। এর লইগ্গা মুই ভ্যান লইয়া নামছি। একটা ট্রিপ হইলেই হয়।

ভাড়া বেশি না, পার ম্যান ৭০০ থেকে ৮০০ টাহা নিই। মুই একলা না আরও লোক মাওয়া যায়।’