• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপুরে বিদেশ ফেরত একজন সহ চারজনকে লক্ষাধিক টাকা জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ১৭:১১ অপরাহ্ণ
রাজাপুরে বিদেশ ফেরত একজন সহ চারজনকে লক্ষাধিক টাকা জরিমানা

সাইদুল ইসলাম, রাজাপুর ॥ ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় এলাকায় বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, পণ্য মজুদ করা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অফিস সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে বিক্রি করা ও প্রচুর পণ্য মজুদ করার অপরাধে উপজেলার গালুয়া বাজারের ব্যবসায়ী মনির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা, বাইপাস মোড় এলাকায় ষ্টুডিও ব্যবসায়ী প্রবাস থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থাকায় পনের হাজার টাকা এবং বাঘরী বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় চাল বেশি দামে বিক্রি করার অপরাধে ব্যবসায়ী গৌতম মন্ডলকে বিশ হাজার টাকা ও একই অপরাধে চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদারকে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সোহাগ হাওলাদার।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: আবুল খায়ের মাহমুদ রাসেল সহ রাজাপুর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

 

ইউএনও মো: সোহাগ হাওলাদার জানান, ইন্ডিয়া থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাজারে ঘোরাগুরি করায় একজনকে পনের হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, পণ্য মজুদ করার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।