• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১৬:৩৫ অপরাহ্ণ
রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোলাইমান হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার এলাকায় রাজাপুর-ভান্ডারীয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

নিহত সোলাইমান ইন্দোপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে।

নিহতের বোন জামাতা হৃদয় হাওলাদার জানান, রাস্তা পার হওয়ার সময় ভান্ডারীয়াগামী একটি ইজিবাইক পেছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।