• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ৫ ডাকাত গ্রেফতার, টাকা-গাড়ি-ল্যাপটপ জব্দ

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ণ
রাজধানীতে ৫ ডাকাত গ্রেফতার, টাকা-গাড়ি-ল্যাপটপ জব্দ

রাজধানীতে বিভিন্ন বাসাবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পাঁচটি ল্যাপটপ, দুটি গাড়ি, বাসাবাড়িতে ডাকাতি করার সরঞ্জামাদি ও নগদ এক লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।