• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে বাসার ভেতর শিশুসহ ৩ লাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ণ
রাজধানীতে বাসার ভেতর শিশুসহ ৩ লাশ

বিডি ক্রাইম ডেস্ক॥ রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান কেসি মডেল স্কুলের পাশে একটি বাসায় এক নারী ও দুই শিশুর লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে যায়।

 

পুলিশ জানায়, দুই-তিন দিন ধরে ওই বাসার লোকজনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরের পর থেকে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও সেখানে যান।

 

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, তিনি ঘটনাস্থলে গেছেন। যতটুকু জানতে পেরেছেন, নিহতদের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই।

 

ধারণা করা হচ্ছে, দুই সন্তানসহ মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে বাসায় লাশ পাওয়া গেছে ওই বাসায় বাইরে থেকে তালা লাগানো ছিল। নিহতরা একজন টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। ওই কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।