বিডি ক্রাইম ডেস্ক॥ রাজধানীর বাড্ডায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। গত শনিবার রাতে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় ধর্ষণের ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই কিশোরীর পরিবার তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী ওই দুই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।