বিডি ক্রাইম ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। এর আগে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।
উদ্ধারকারী মিলন জানান, রায়ের বাজার আজিজ খান রোড রাতে আমিরকে কবির ও হুমায়ুন নামে দুইজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। যা স্থানীয় দোকানদার শুরু করে ওখানকার লোকজন দেখেছে। পরে দোকানদারা তাকে উদ্ধার করে আমাকে দিয়ে মেডিকেলে পাঠিয়ে দেন।
তিনি আরো জানান, কবির ও হুমায়ন তারা সম্পর্কে ভাই। তাদের সঙ্গে নিহতের পূর্ব শত্রুতা রয়েছে। গত ৬/৭ মাস পূর্বে কবিরের স্ত্রী সপ্নাকে (গাজা বিক্রেতা) শাহবাগের শহিদ মিনার এলাকার ছুরিকাঘাতে আহত করে ছিল আমির হোসেন। এ নিয়ে তাদের মধ্যে মামলাও রয়েছে। তাই আমিরকে পেয়ে কবির পেটে-পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমির হোসেন শহিদ নগর এলাকায় থাকতেন।