• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গাবালীতে রশির ফাঁদ পেতে গরু চুরি, আটক ৫

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে রশির ফাঁদ পেতে গরু চুরি, আটক ৫

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে রশির ফাঁদ পেতে গরু চুরির সময় পাঁচ চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার সকালে গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় বাদী হিসেবে উপজেলার মৌডুবি ইউনিয়নের খাসমহল গ্রামের মো: ইমাম হোসেন নাম উল্লেখ করেন। উদ্ধার হওয়া গরুর মালিক তিনিই।

গ্রেফতার চোররা হলেন- রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দাড়ভাঙা গ্রামের মো: সাইদুল বয়াতী (৩৫), কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের মো: ফেরদাউস সিকদার (৩৫), পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামের মুজাম্মেল হোসেন সিকদার (৪৮), কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের মো: আবু কালাম আজাদ (৪১) এবং কলাপাড়া পৌরসভার চিংগুড়িয়া গ্রামের শ্রী সুভাষ বেপারী (৫৫)।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া পাঁচজন ছাড়াও মামলায় পলাতক দু’জন এবং অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর ২৪টি গরু উপজেলার জাহাজমারা চরে ছাড়া অবস্থায় ছিল। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে স্থানীয়রা দেখতে পান, কয়েকজন চোর ওই গরুগুলোর মধ্যে থেকে দু’টি গরু ফাঁদ পেতে ধরে পাশের ট্রলারের দিকে নিয়ে যাচ্ছে। স্থানীয়দের ডাক-চিৎকারে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের সহায়তায় চুরি যাওয়া দু’টি গরু উদ্ধার করা হয়। একইসাথে গরু ধরার ফাঁদও জব্দ করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে গবাদিপশু চুরি করে আসছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার বলেন, ‘মঙ্গলবার সকালে পাঁচ আসামিকে আদালতে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।