• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৭, ২০২৪, ১৭:১৮ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহব্বত মৃধা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের উত্তর কাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মহব্বত ওই গ্রামের খলিল মৃধার ছেলে এবং পেশায় জেলে।

স্থানীয়রা জানায়, নিজেদের ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হন মহব্বত। পরে তাকে কলাপাড়া হয়ে পটুয়াখালীতে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।