• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ১৬:৩৩ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে দু’টি গবাদিপশুর মৃত্যু হয়েছে এবং বজ্রপাতের বিকট শব্দে এক শিশু আহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছিল। আজ বুধবার সকালে বজ্রবৃষ্টি শুরু হয়। এই বজ্রপাতে ওই গ্রামের আক্কাস মৃধার মালিকানাধীন দু’টি গরু মারা যায়। তার বাড়ির সামনেই গরু দু’টি বাঁধা ছিল।

এছাড়া একইসময় বজ্রপাতের বিকট শব্দে আক্কাসের ১০ বছর বয়সী কন্যা শিশু জান্নাতুল গুরুত্বর অসুস্থ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুতি চলছে।

রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।