• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গাবালীতে নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৩, ১৬:০৬ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে রিয়ান প্যাদা (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিয়ান প্যাদা সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের শহীদুল প্যদার ছেলে।

সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশে গিয়ে নিখোঁজ হন রিয়ান। পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে বুধবার পশ্চিম বাহেরচর গ্রামের একটি ধানক্ষেত সংলগ্ন ডোবায় স্থানীয়রা ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৃগীরোগ ছিল তার।

পুলিশ জানায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচনও ধরেছে।