• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গাবালীতে গাজাঁসহ ২ মাদককারবারি গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১৮:৪৪ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে গাজাঁসহ ২ মাদককারবারি গ্রেফতার

মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুগির হাওলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুগির হাওলা গ্রামের মো: আবুলের ছেলে শাওন এবং একই এলাকার আঃ নাসির খন্দকারের ছেলে অপু খন্দকার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম ও মো: আল-আমিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুগির হাওলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি সাত গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম মজুমদার জানান, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।