• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গাবালীতে আ‍‍’লীগের ওয়ার্ড কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৩, ১০:০২ পূর্বাহ্ণ
রাঙ্গাবালীতে আ‍‍’লীগের ওয়ার্ড কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের ওয়ার্ড কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছে, এমন সময় বিএনপির লোকজন এসে ককটেল মেরে ও অফিস ভাঙচুর করে পালিয়ে যায়। বিকট শব্দে আমাদের লোকজন ছোটাছুটি শুরু করে। এ সুযোগে আমাদের অফিসের চেয়ার ও মালামাল ভাঙে তারা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী বলেন, ‘এ রকম কোনো ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়। আওয়ামী লীগ নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য এই নাটক সাজানো হয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় অফিসের ভেতর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। বাইরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।