• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম

বিডিক্রাইম
প্রকাশিত মে ২০, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ
রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥  ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে যে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মারা গেছেন। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রেড ক্রিসেন্টের প্রধান পীর-হোসেন কোলিভান্দ।

সোমবার (২০ মে) স্থানীয় সময় ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ আইআরআইবি-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারে নয়জন আরোহী ছিলেন। তাদের কাউকে জীবিত পাওয়া যায়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তবে দেশটির কোনো গণমাধ্যমে তাদের মৃত্যুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।

রেড ক্রিসেন্টের মাধ্যমে নেওয়া ধ্বংসাবশেষের ড্রোন ফুটেজ এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, হেলিকাপ্টারটি একটি খাড়া, জঙ্গলযুক্ত পাহাড়ের ওপরে দুর্ঘটনা কবলে পড়ে। সেখানে হেলিকপ্টারটির নীল ও সাদা রঙের লেজ এবং এর বাইরে সামান্য কিছু অংশ বোঝা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, সব যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।