• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রশিদের শতকে বিশ্বকাপের সর্বোচ্চ রান ইংল্যান্ডের

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৯, ১৪:১৩ অপরাহ্ণ
রশিদের শতকে বিশ্বকাপের সর্বোচ্চ রান ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নয়া ইতিহাস! বাংলাদেশের সঙ্গে এই বিশ্বকাপেই ৩৮৬ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছিল ইংল্যান্ড। আজ আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭ রান করে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙ্গল।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে এউইন মরগ্যান সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ের। ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার জেমস ভিন্স ফেরেন খুব দ্রুত। দেলাওয়াত যাদরানের বলে ৩১ বলে ২৬ রান করেই সাজঘরে ফেরেন ভিন্স।

দ্বিতীয় উইকেট জুটিতে জনি বেয়ারেস্ট্রো আর জো রুট মিলে তোলেন চার-ছয়ের ঝড়। এই জুটি বিচ্ছিন্ন হয় ১২ও রান যোগ করে। ৯৯ বলে ৯০ করে গুলবাদীন নাইবের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

তৃতীয় উইকেট জুটিতে এক কথায় তুলকালাম কাণ্ড ঘটান এউইন মরগ্যান আর জো রুট। কে রশিদ খান, কে মোহাম্মদ নবী দেখার সময় নাই। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে ১৮৯ রান যোগ করেন দু’জন।

৮২ বলে জো রুট করেন ৮৮ রান। তার ইনিংসে ছিল পাঁচ ৪ আর একটি ছয়। বেয়ারেস্ট্রো-রুট শতক মিস করলেও এউইন মরগ্যান মিস করেননি।

মাত্র ৭১ বলে চারটি চার আর সতের ছয়ে খেলেন ১৪৮ রানের ইনিংস। শেষদিকে মঈন আলীর ৯ বলে ৩১ রানের ক্যামিওতে ভর করে ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় সম ইনিংস দাঁড় করায় আফগানিস্তানের সামনে।

৯ ওভার বোলিং করে ১১০ রান দিলেও কোনও উইকেট পাননি রশিদ খান। এছাড়া ৩টি করে উইকেট নেন দেলাওয়াত যাদরান ও গুলবাদীন নাঈব।