নিজস্ব প্রতিবেদক।।
সকাল থেকে গভীর রাত থেমে থাকে না ওদের মাদকের আড্ডা। নগরীর কলেজ এভিনিউ খৃষ্টান কলনীর রনজিৎ বৈরাগির ছেলে রমি বৈরাগী (২২), সনজিৎ বৈরাগীর ছেলে অর্গ(২১) সহ ৪/৫ জন উটতি বয়সী ছেলেদের জন্য বেপথে যেতে বসেছে স্কুল কলেজের ছাত্ররা। গাজা ইয়াবার সেবন ও বিক্রিতে মগ্ন থাকে রমি অর্গের বাহিনী’রা। এ ব্যাপারে কলেজ রো বাসিন্দা শাহআলম বলেন আমি অফিসে যাওয়া আসার সময় প্রায় বিরক্তিকর পরিবেশে পড়তে হয় রাস্তায় দাড়িয়ে হরদম গাজা টানছে কেউ প্রতিকার করলে তাকেও নাজেহাল হতে হয়।কলেজ এভিনিউ ৪নং রোডের বাসিন্দা মাসুদুল হক বলেন ওদের জন্য বিপদগামি হচ্ছে আমাদের মহল্লার ছাত্র যুবক। আর ওদের মাদকলিলা নিয়া হাতাহাতি মারামারিরর ঘটনা নিত্যদিনের। মা বাবার অবাধ্য সন্তান রমি অর্গ নিজ ঘড়ে ও বসায় মাদকের আড্ডা এ নিয়ে মা বাবা প্রতিবাদ করে কোনো প্রকার থামাতে পারছেনা। প্রশাসন ওদের যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।