• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রমজান সামনে রেখে জেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
রমজান সামনে রেখে জেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (২ মার্চ) বিকেলে নগরের রিয়াজুদ্দিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এসময় বাজারে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকাসহ নানা অসংগতি পায় অভিযান পরিচালনাকারী দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বাজারে পিঁয়াজ ও আলুসহ সবজির বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। খেজুর এবং ফলের দাম একটু বাড়তি রয়েছে। যদি কেউ বেশি মজুত করে অথবা যেকোনো অসাধু উপায়ে দাম বাড়াতে চান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পবিত্র রমজানে কারসাজি যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ অসাধু উপায়ে মুনাফা লাভ করতে পারবে না। বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এসময় কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।