• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যৌন নিপীরন, শিশু ও নরী ধর্ষনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯, ১৮:০৮ অপরাহ্ণ
যৌন নিপীরন, শিশু ও নরী ধর্ষনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

সারা দেশে অব্যাহত যৌন নিপীরন, শিশু ও নরী ধর্ষনের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজ এতে অংশগ্রহণ করেন। উপজেলার কনসার্ট ইম্পেরিয়াল ক্লাব নামের একটি স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে ওই সংগঠনের সভাপতি মো. হৃদয় খানের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠিত মাববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের প্রভাষক মো. শাখাওয়াত হোসেন, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শামিম হাসান, শেখ রাসেল ক্রীড়া চক্রের উপজেলা যুগ্ম সম্পাদক এস এম রোকনুজ্জমান, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র মো. নাইমুল হোসেন, স্কুল ছাত্রী চাদনী আক্তার, ফারহানা খানম প্রমুখ।

মানববন্ধনের মাধ্যমে সারা দেশে অব্যাহত শিশু ও নারী ধর্ষন ও যৌন নিপীরনের প্রতিবাদ ও এর উপযুক্ত বিচারের দাবী জানানো হয়।