• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি-মহিউদ্দিন রনি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১৯:৫০ অপরাহ্ণ
যে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি-মহিউদ্দিন রনি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

মিছিল পূর্ববর্তী বক্তব্যে আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, পঁচিশ দিনের মতো আমরা আন্দোলন করছি। এই পর্যায়ে এসে জুলাইযোদ্ধা সুহানকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আন্দোলনকে নস্যাৎ করার একটি পাঁয়তারা। যে মামলায় সুহানকে আটক করা হয়েছে সেই মামলার প্রধান আসামি আমি।

আমাকে নাকি পুলিশ কমিশনার খুঁজেছেন, পরে আমি নিজে গত পরশু দিন কোতোয়ালি থানায় গিয়ে কমিশনারকে আহ্বান জানিয়েছিলাম অ্যারেস্ট করতে।

কিন্তু তিনি আমাকে গ্রেপ্তার না করে আশপাশের সহযোদ্ধাদের গ্রেপ্তার করছেন। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে এ রকম চিত্র দেখতে হবে এটা কল্পনাও করিনি। এটা নিছক একটি প্রতারণা। যে স্বাধীনতা আমরা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি।

তিনি বলেন, মেডিকেলের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপরে, আমাদের মা-বোনদের ওপরে জয় বাংলার স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন যে হামলার ঘটনা ঘটিয়েছে তার বিচার চেয়ে আমরা গতকাল থানায় মামলা দায়েরের জন্য গিয়েছি।

সেখানে লিখিত অভিযোগ দিয়েছি। এখন দেখি পুলিশ প্রশাসন কী ভূমিকা পালন করে। পুলিশ আমাদের পরশু দিন আশ্বস্ত করেছিল, মামলা নেওয়ার বিষয়ে এবং সুহানের মুক্তির বিষয়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও সুহানের মুক্তি মেলেনি।