বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সদর উপজেলার কাশিপুরে রিপন দাস নামে এক মৎস্য ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার কাশিপুর সংলগ্ন ছয়মাইল বাজারে এ ঘটনা ঘটে। এ সময়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- মৃত স্বপন কুমারের স্ত্রী অর্চনা রানী, ছেলে রিপন দাস ও তপন দাস।
হাসপাতালে আহত অবস্থায় রিপন দাস বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার গোসাই দাসের ছেলে বিশ্বজিৎ, সঞ্জিব, প্রদীপ, প্রসেঞ্জিত, প্রশান্ত, মেয়ে জামাই পার্থ ও তার ছেলে চয়নসহ ৩/৪ জন যুবক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। প্রথম দফায় আমার ওপর হামলা করা হয়। পরে আমাকে বাঁচাতে আমার মা ও ভাই এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে আমাদের সাথে থাকা নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষ। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে বিমানবন্দর থানার ওসি মাসুদ বলেন, কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।