• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সমঝোতার জন্য ববি প্রশাসন ও ছাত্রলীগের দৌঁড়ঝাপ!

মোটরসাই‌কে‌লে মামলা দেয়া‌য় পু‌লি‌শের উপর ববি ছাত্রলীগের হামলা, অত:পর…

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩, ০০:৫৯ পূর্বাহ্ণ
মোটরসাই‌কে‌লে মামলা দেয়া‌য় পু‌লি‌শের উপর ববি ছাত্রলীগের হামলা, অত:পর…

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল : ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লে মামলা দেয়া‌কে কেন্দ্র ক‌রে ট্রাফিক পু‌লি‌শের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ ছাত্রকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটক হওয়া ছাত্ররা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। এছাড়া তারা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের অনুসারী।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারে কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল হাসান ও কনস্টেবল মোস্তফা আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই আবদুর রহিম। তিনি বলেন, গাড়ীর কাগজপত্র না থাকায় গাড়ীটি আটক করেন দায়িত্বরত সার্জেন্ট মনিরুল হাসান। পরক্ষনে দুজন ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র পরচিয় দিয়ে ফোন করে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ১৫ থেকে ২০ জনকে খবর দিয়ে ডেকে আনেন। তারা এসে অতর্কিতভাবে সার্জেন্ট মনিরুল হাসান ও কনস্টেবল মোস্তফার উপর হামলা চালায়। এক পর্যায় ওয়্যারলেস কেড়ে নিয়ে কনস্টেবল মোস্তফার মাথায় মারাত্মক আঘাত করেন তারা। কনস্টেবল মোস্তফার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন ববির কিছুসংখ্যক শিক্ষার্থীরা, এতে বেশ ভোগান্তিতে পরতে হয় সাধারণ মানুষের। এছাড়া একটি সূত্র জানায়, বিষয়টি সমাধানের জন্য রাতে ববি প্রশাসন ও ছাত্রলীগের নেতারা থানায় উপস্থিত হয়। পরে উভয় পক্ষ নিয়ে দীর্ঘদিন বৈঠকের পরে শিক্ষার্থীদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। রাত সাড়ে ১২টায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।