• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেহেন্দিগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান’র মনোনয়ন পত্র দাখিল

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৩, ১৫:১২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান’র মনোনয়ন পত্র দাখিল

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ১২২, বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসেন বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা সাংগঠনিক টিমের সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টায় আলহাজ্ব মোঃ মিজানুর রহমান জাতীয় পার্টির দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাজী আনিসুল ইসলাম এর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা তেজগাঁও থানা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু মুসা, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী শিকদার প্রমুখ।

মনোনয়ন পত্র দাখিলের পূর্বে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলাস্থ দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা শতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।