• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেসেঞ্জার লক করার ফিচার আনছে ফেসবুক

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৫, ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ
মেসেঞ্জার লক করার ফিচার আনছে ফেসবুক

বিডি ক্রাইম ডেস্ক॥

মেসেঞ্জারে প্রাইভেসি বাড়াতে অ্যাপ লক ফিচার এনেছে ফেইসবুক। অ্যাপ লক ফিচার চালু করলে আপনার মেসেঞ্জার অ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না। এতে আঙুলের ছাপ ও ফেইস শনাক্তকরণ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে।

 

ফেইসবুক জানিয়েছে, এটি ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীদের ডিভাইসে পাঠানো হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আপডেটটি যেতে কয়েক মাস সময় লাগবে।

 

মেসেজ ও কলের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে ফেসবুক। কেউ যেন সরাসরি আপনাকে কল না করতে পারে, সেই অপশন রাখা হবে। ফ্রেন্ডলিস্টে না থাকা ব্যক্তিরা যে ছবি পাঠাচ্ছেন, সেটিও প্রতিরোধের ব্যবস্থা করবে ফেসবুক। অনাহূত ছবি এলে ঝাপসা হয়ে যাবে। এই ফিচারগুলো ঠিক কবে আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফেসবুক।