• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেডিকেলে গলায় ফাঁস দিয়ে নার্সের আত্মহত্যার চেষ্টা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৯, ১৩:৫৫ অপরাহ্ণ
মেডিকেলে গলায় ফাঁস দিয়ে নার্সের আত্মহত্যার চেষ্টা

বিডি ক্রাইম ডেস্ক॥ কর্তব্যরত অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক নার্স। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

 

 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালের এইচডিইউতে ডিউটিরত এক সিনিয়র নার্স ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহকর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। ওই নার্সকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।’

 

 

বাচ্চু মিয়া আরও বলেন, ‘কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি। তবে সহকর্মীরা বলেছেন, ওই ঘটনার আগে তাকে মোবাইল ফোনে কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখা গিয়েছিল।’