• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেডিকেলের সামনে থেকে ১৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ১৭:৪২ অপরাহ্ণ
মেডিকেলের সামনে থেকে ১৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক॥ রাজধানীর শাহবাগ থানা এলাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোড় থেকে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মোছা. হেনা আক্তার (২৫)।

আজ সোমবার ডিএমপির ডিবি পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে হেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, হেনা আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ভারতীয় সীমান্ত পথে গাঁজা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন তিনি।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএমপির ডিবি পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার।