• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেঘনায় গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১৭:০৬ অপরাহ্ণ
মেঘনায় গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ হিজলা উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল মাদরাসা ছাত্র হাফেজ মো. সাব্বির (১৮)। মামার সঙ্গে গিয়েছিলেন মেঘনা নদীতে গোসল করতে। পানিতে নামার কিছুক্ষণ পর তিনি নিখোঁজ হন। গতকাল বুধবার দুপুরে হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হিজলা নৌ-পুলিশ পরিদর্শক মো. তারিকুল ইসলাম এসব তথ্য জানান। নিখোঁজ মাদরাসা ছাত্র সাব্বির ঢাকার হাজারীবাগ এলাকার মো. মাহেবের ছেলে।

তারিকুল ইসলাম বলেন, বড়জালিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন সাব্বির। বুধবার দুপুর দেড়টার দিকে আপন মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান। নাছির ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। সাঁতার না জানায় সাব্বির নদীর পানিতে ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। সাব্বিরকে উদ্ধারে তল্লাশি চলছে। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালিয়েছে। কিন্তু নিখোঁজ সাব্বিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।