বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ফাহিম আশরাফের করা ইনিংসের শেষ বল। ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারলেন মুশফিকুর রহিম। লং অফ অঞ্চলে বল আছড়ে পড়লো বাউন্ডারির বাইরে। ফরচুন বরিশালের পুরো ইনিংস জুড়ে মুশফিকের মতো দেশি ক্রিকেটাররা রাজ করেছেন।
সৌম্য সরকার-মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওর সঙ্গে তামিম ইকবালের দৃঢ়চেতা ব্যাটিং, বরিশালের ইনিংস জুড়ে রাজত্ব করেছে দেশিরা। আর তাতে খুলনা টাইগার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২২ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান করে বরিশাল। সর্বোচ্চ ৬৮ রান করেন মুশফিক। মাত্র ৩৯ বলে ৫টি চার ও ৪টি ছয়ের মারের ইনিংসটি সাজিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।