• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুলাদীতে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত এলাকাবাসী, পুলিশ বলছে পটকার শব্দ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪, ১৭:৪৪ অপরাহ্ণ
মুলাদীতে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত এলাকাবাসী, পুলিশ বলছে পটকার শব্দ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের মুলাদীর সীমান্ত এলাকায় বিস্ফোরণে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। স্থানীয়রা বলছেন ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে পুলিশের দাবি একটি মহল পটকা ফুটিয়ে শব্দ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ৩ জানুয়ারি বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের আওয়ামী লীগ নেতা মো. রুবেল শাহ হত্যার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণে সাধারণ মানুষের মাঝে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে।

চিঠিরচর বাজার এলাকার বাসিন্দা আব্দুল আলীম বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে বাজারের পাশে পর পর ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় কয়েকজন মানুষের সমস্বরের চিৎকার শোনা গেছে। বিস্ফোরণ এবং মানুষের চিৎকারে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ওই সময়ে ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি।’

বাটামারার অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি গ্রুপ এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পটকা ফুটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।