• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুলাদীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে বোমা নিÿেপের অভিযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮, ১৮:৫৭ অপরাহ্ণ

মুলাদী প্রতিনিধি \ মুলাদীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে বোমা নিÿেপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা মন্তাজপুর বাজারে জাপা কার্যালয়ে একটি বোমা নিÿেপ করা হয়। জাপা নেতাকর্মীদের দাবী বোমা নিÿেপকারী যুবদলের কর্মী। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা জাপা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার জানান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের ছত্তার ওরফে কালাই হাজীর পুত্র যুবদল কর্মী নজির হোসেন মন্তাজপুরের জাপা নির্বাচনী কার্যালয়ের দিকে একটি বোমা নিÿেপ করে। এসময় নির্বাচনী কার্যালয়ে কোনো নেতাকর্মী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার সংবাদ পেয়ে সফিপুর ইউনিয়ন জাপা সভাপতি হুমায়ুন মুন্সী পুলিশকে অবহিত করেন। এঘটনায় সফিপুর ইউনিয়ন পুলিশ চৌকির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি তদন্ত চলছে। অপরদিকে সফিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এসকান্দার আলী বাঘা জানান নজির হোসেন নামে ইউনিয়নে কোনো বিএনপি কিংবা যুবদল কর্মী নেই।