• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মির্জাগঞ্জে এক কৃষকের ৫ গরু চুর

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ১৭:১৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে এক কৃষকের ৫ গরু চুর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

গরুর মালিকের নাম মো. রুস্তম হাওলাদার। তিনি পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা। চুরির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দেউলী সুবিদখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোশারেফ হোসেন।

গরুর মালিক কৃষক রুস্তম হাওলাদার বলেন, বলদ ও গাভিসহ আমার পাঁচটি গরু ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রেখে আসি। আজ বুধবার সকালে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখি একটি গরুও গোয়াল ঘরে নেই। পাঁচটি গরুই দুর্বৃত্তরা রাতে চুরি করে নিয়ে গেছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মঙ্গলবার রাতে রুস্তম হাওলাদার নামের এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।