• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মির্জাগঞ্জে আগুনে পুড়ে ছাই ২টি বসতঘর

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৪, ১৫:১৬ অপরাহ্ণ
মির্জাগঞ্জে আগুনে পুড়ে ছাই ২টি বসতঘর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে দু’টি বসতঘর মালামালসহ ছাই হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার সাতবাড়িয়া (হাজিখালী) এলাকায় এ ঘটনায় ঘটে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ওয়ারইন ইন্সেপেক্টর মো: সুমন জানান, উপজেলার সাতবাড়িয়া হাজিখালী এলাকায় বুধবার রাত ১১টার দিকে মো: আনিসুর রহমানের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একাধিক দল ঘটনাস্থলে যায়। আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাশে থাকা মো: নুরুল ইসলামের বসতঘরসহ দু’টি বসতবাড়ি পুড়ে ছাই হয়।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে ঘটনাস্থলে যাওয়ার রাস্তাটি ভেঙে গেছে। ফলে যাতায়াতে সমস্যায় পড়তে হয়।

গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।