স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারে মহাসড়কের পাশের সারিবদ্ধ তিনটি দোকান ঘর ও তিনটি বসতঘরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গত শুক্রবার সাড়ে ১০টার সময়ে উপজেলার মহিষকাটা বাজারের বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: সাইয়েমা হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে আমড়াগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাজারের উত্তর দিকে বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে আগুনের উৎপত্তি হতে দেখতে পায়। এসময় স্থানীয় ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান, ফার্নিচারের দোকান ও ইলেকট্রনিকের দোকান এবং নসু মৃধা, আনসার ব্যাপারী ও শামিমের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়। এছাড়া এসব ঘরের পাশে থাকা আরো কিছু দোকান পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. মনিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মহিষকাটা বাজারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক ও মহিষকাটা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. জলিল ব্যাপারী বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলো উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।’
উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।