• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিরপুরে করোনাভাইরাসে মৃত ব্যক্তির প্রতিবেশীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ২২:৪৮ অপরাহ্ণ
মিরপুরে করোনাভাইরাসে মৃত ব্যক্তির প্রতিবেশীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ মিরপুরের টোলারবাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির এক প্রতিবেশী মারা গেছেন। মৃত ওই ব্যক্তির নাম মোজাম্মেল হক। রবিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

 

প্রতিবেশীরা জানিয়েছেন, মোজাম্মেল হক বয়স্ক ছিলেন। স্থানীয় মসজিদে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি ওই মসজিদের সেক্রেটারি ছিলেন। শনিবার টোলারবাগে মারা যাওয়া ব্যক্তি ওই মসজিদে নামাজ আদায় করতেন। প্রতিবেশীদের ধারণা, তার মাধ্যমে মোজাম্মেল হক সংক্রমিত হয়েছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন।

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন