• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মা ও শিশু ছেলে মেয়ে সহ একই পরিবারের তিনজন মর্মান্তিক মৃত্যু হয়েছে

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪, ১৬:২৬ অপরাহ্ণ
মা ও শিশু ছেলে মেয়ে সহ একই পরিবারের তিনজন মর্মান্তিক মৃত্যু হয়েছে

শামীম আহমেদ ॥ বরিশালের বাখেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট একই পরিবারের মা- ও শিশু দুই ছেলে-মেয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭) এপ্রিল সকাল ১১টার দিকে বাখেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢালমারা গ্রামে এঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার সাড়ে ৪ বছর বয়সের ছেলে সালমান মোল্লা, মেয়ে রেজবিনা (৯) ও রিয়াজ মোর।রঅর স্ত্রী ছনিয়া বেগম (৩২)। নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমাউন কবীর জানান,ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটো রিক্সা চালায়।

তার স্ত্রী মেয়ে-ছেলে সন্তানদের নিয়ে বাড়িতে থাকে। শনিবার সকাল ১১টার দিকে রিয়াজের ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলা করছিল,এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার তার ( সার্ভিস তার) ছিরে নিছে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে সালমানের মা ছনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই মর্মান্তিক র্দর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন বাখেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান,বাখেরগঞ্জে সার্কেল অফিসার এ.এসপি ফরহাদ সরদার ও বাখেরগঞ্জ থানা ইনচার্জ অফিসার (ওসি) অঅফজাল হোসেন। আফজাল হোসেন জানান লাশ উদ্ধারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।