• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাশরাফির স্ত্রী করোনা আক্রান্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৭, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ
মাশরাফির স্ত্রী করোনা আক্রান্ত

বিডি ক্রাইম ডেস্ক॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

 

গতকাল সোমবার রাতে মাশরাফির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্র জানায়, ঢাকার বাসায় আইসোলেশনে আছেন সুমি।

 

উল্লেখ্য, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় সাবেক অধিনায়ক ফের করোনা পজিটিভ হন বলে সংবাদ প্রকাশ হয় গত ৪ জুলাই। তিনিও ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

 

এ ছাড়া গত ২২ জুন মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মোর্ত্তজার শরীরে করোনা শনাক্ত হয়। ভাইয়ের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।