ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর পর চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়।আজ রবিবার বিকেলে ভোলার বাংলা স্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চরমোনাই পীর বলেন, ‘মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে ও জাতীয় পার্টি দেখেছে, কিন্তু ইসলামের কথা শুনলেও বাস্তবে দেখেনি। এখন সকলের আশা-আকাঙ্ক্ষা ইসলামের সুফলটা কী দেখতে চায়।
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাধারণ মানজুর নোমানসহ ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করা হয়।