• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ১৭:০২ অপরাহ্ণ
মানিকগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।

কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।