• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২২, ২০:০১ অপরাহ্ণ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্কঃ মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জালাল ফরাজী এবং জনি ফরাজী একই গ্রামের জহির ফরাজীর ছেলে। নিহত দুইজনেই জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে স্কুল ছাত্র নাঈম ফরাজী (১৫) ও জনি ফরাজী (১৫) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় নাঈম ফরাজী। অন্যদিকে, অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জনি ফরাজী।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা মাদারীপুর সদর উপজেলার চাছার এলাকায় দুই স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।