বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ মাদারীপুরের ডাসার উপজেলার চার যুবককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ, যাদের বিরুদ্ধে বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক চুরির অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া এই মিনি ট্রাক যশোর থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর ভাউতলীর হাফিজ বেপারী (৩২), পশ্চিম বনগ্রামের ফোরকান শিকদার (২২), পশ্চিম পূয়ালীর সোহেল ঘরামী (২৩) এবং শশিকরের শুশান্ত রায় (৩৫)।
যশোর পুলিশ সুপার রওনক জাহান জানান, গত বুধবার রাতে কোতোয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মিনি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, ৩ আগস্ট বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি থেকে তারা মিনি ট্রাকটি চুরি করে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। মূলহোতা মাসুদ নামে একজন পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে।
মিনি ট্রাকের মালিক ভাষাই সূত্রধর গৌরনদী থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ জানায়, আইনি কার্যক্রম শেষে মিনি ট্রাক মালিকের কাছে ফেরত দেওয়া হবে।