• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে পুনর্বাসন করা হবে

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০১৮, ১৩:৪৬ অপরাহ্ণ
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে পুনর্বাসন করা হবে

বরিশাল রেঞ্জ (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এর হাত থেকে সেলাই মেশিন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তিন মাদক ব্যবসায়ী। আজ সোমবার পটুয়াখালী জেলায় কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।মহিপুর থানা পুলিশ এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। রেঞ্জ ডিআইজি উপস্থিত সূধী ও পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে সোচ্চার ও মাদক থেকে দূরে থাকার আহবান জানান। মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদেরকে পুনর্বাসন করবে সরকার। পাশাপাশি সুস্থ জীবন গড়তে সকল সহযোগীতা প্রদান করার আশ্বাস দেন তিনি।
এ সময় মহিপুর থানা এলাকার তিন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার বদ্ধ হয়। পরে তাদেরকে সেলাই মেশিন দিয়ে পুনর্বাসিত করা হয়। এ সময় পটুয়াখালীর পুলিশ সুপার, রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।