বরিশাল রেঞ্জ (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এর হাত থেকে সেলাই মেশিন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তিন মাদক ব্যবসায়ী। আজ সোমবার পটুয়াখালী জেলায় কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।মহিপুর থানা পুলিশ এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। রেঞ্জ ডিআইজি উপস্থিত সূধী ও পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে সোচ্চার ও মাদক থেকে দূরে থাকার আহবান জানান। মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদেরকে পুনর্বাসন করবে সরকার। পাশাপাশি সুস্থ জীবন গড়তে সকল সহযোগীতা প্রদান করার আশ্বাস দেন তিনি।
এ সময় মহিপুর থানা এলাকার তিন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার বদ্ধ হয়। পরে তাদেরকে সেলাই মেশিন দিয়ে পুনর্বাসিত করা হয়। এ সময় পটুয়াখালীর পুলিশ সুপার, রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।