• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক কারবারিদের বিরুদ্ধে কড়াপুরে জনতার মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ১৯:৩৩ অপরাহ্ণ
মাদক কারবারিদের বিরুদ্ধে কড়াপুরে জনতার মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের যুবসমাজসহ নানা বয়সের মানুষ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে, এমন অভিযোগ তুলে স্থানীয়রা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার বেলা ১২টায় ইউনিয়নের বসুরহাট বাজারে শত শত মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রায় দেড় যুগ ধরে কড়াপুরসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে মাদকের বিষ ছড়িয়ে আসছে শিবপাশা গ্রামের শাহজাহান সরদার ও তার ছেলে রিয়াজ হোসেন সরদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

রিয়াজের মামা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা।

আ.লীগ ক্ষমতায় আসার পর রিয়াজ যুবলীগের সদস্য পরিচয়ে মাদক ব্যবসার বিস্তার ঘটান বলে দাবি করেন বক্তারা। তারা আরও বলেন, সন্ধ্যা নামলেই স্থানীয় যুবসমাজ মাদকে আসক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আ. রসিদ সরদার, কড়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. হাবিবুর রহমান মিন্টু, সাবেক সহ-সভাপতি মনির তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান খলিফা, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র নেতা সাকিল খান, বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দিন রাঢ়ি ও হালিম খান।

বক্তারা অভিযোগ করেন, থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হলেও তারা রহস্যজনক ভূমিকা পালন করছে, এমনকি কয়েকজন পুলিশের সঙ্গে অভিযুক্ত পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে হাজারো মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ, পল্লি চিকিৎসক উত্তম কুমার, বরিশাল জেলা দক্ষিণ জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও বসুরহাটের অর্ধশতাধিক ব্যবসায়ীসহ বিভিন্ন গ্রামের শত শত বাসিন্দা।

অভিযুক্ত শাহজাহান সরদার ও রিয়াজ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, অতীতে তারা মাদক সেবন ও বেচাকেনা করলেও বর্তমানে এসবের সঙ্গে জড়িত নন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তারা।