• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯, ১৩:২৯ অপরাহ্ণ
মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে নীলডুমুর বিজিবি ক্যাম্পের সামনে খোলপেটুয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে ফারুক হোসেন (৩৫) কালিগঞ্জ উপজেলার বন্দোকাটি গ্রামের মৃত শহীদ মোড়লের ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, সোমবার খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান ফারুক হোসেন। বেলা ১১টার দিকে পায়ে জালের রশি জড়িয়ে পানিতে তলিয়ে যান তিনি। তার সঙ্গের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধারে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) সকালে নীলডুমুর বিজিবি ক্যাম্প এলাকায় খোলপেটুয়া নদীতে ফারুকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।