• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহিপুরে ইয়াবাসহ পুলিশের জালে সুমন

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
মহিপুরে ইয়াবাসহ পুলিশের জালে সুমন

তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সুমনের শয়নকক্ষ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মহিপুর থানা এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন।