• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ২৯ জুলাই

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৮, ২০২৩, ২০:৪৫ অপরাহ্ণ
মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ২৯ জুলাই

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৫ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এ কারণে ১৯ জুলাই বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে।

আগামী ২০ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে। ২৯ জুলাই আশুরা পালন হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়, যাতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায়, আজ ২৯ জিলহজ ১৪৪৪ হিজরি, ৩ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

এ কারণে বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। ১০ মহররম, ২৯ জুলাই আশুরা পালন হবে।