• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মশা মারতে গিয়ে মারা পড়ল যুবক

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ১২:৫৫ অপরাহ্ণ
মশা মারতে গিয়ে মারা পড়ল যুবক

জয়পুরহাটে ডেঙ্গু আতঙ্কে মশা নিধন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সগুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু আতঙ্কে মশা নিধনের জন্য মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন জাহিদুল। এ সময় অসাবধনতা বশত বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে থাকা তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।